সারাদেশ

কুমিল্লায় সীমান্তে বিজিবির অভিযানে  ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সোমবার (৭ জুলাই) ভোরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক এলাকা থেকে একটি সিএনজিসহ ৪৫৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। আটককৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করছে।
আটককৃত চোরাচালানি পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,