Uncategorized

কুমিল্লায় হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক দুই

কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অসাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। দুইটি হাতিটিকেও উদ্ধার করে দেয়া হয়েছে কোতোয়ালি থানায়। আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। 

আটককৃতরা হলো- মৌলভীবাজারের বড় লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার মোঃ ইমরান ও মাদারীপুরের কালকিনি এলাকার চর ঠেংগামারার বাসিন্দা নাজমুল কাজী।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহিনুল ইসলাম জানান, আটকৃত দুইজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

কারণ কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মত কোন পরিবেশ নেই। তাই তাদেরকে হাতি দুইটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। 

জানা গেছে, হাতি ব্যবহার করে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় চাঁদা তোলার অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ভিন্ন শহর থেকে হাতে নিয়ে এসে কুমিল্লার পাড়ায় পাড়ায় ঘুরে এই চাঁদাবাজিতে অনেকেই বিরক্ত এবং অতিষ্ঠ ছিল। কয়েকবার চেষ্টা করেও এই হাতি ও মাহুতকে ধরা যায়নি। অবশেষে আজ বুধবার বিকেলে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্স দের সহযোগিতায় দুইটি হাতি ও দুই মাহুতকে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে আটক করে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized

Sony Laptops Are Still Part Of The Sony Family

Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit. a Vesti at bulum nec odio aea the dumm
Uncategorized

African Nations Are Struggling To Save Ready Their Wildlife

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected