সারাদেশ

কুমিল্লার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বাজি আটক

মোঃ মাহফু আনোয়ার, জেলা প্রতিনিধিঃ কুমিল্লাঃ -কুমিল্লা সদরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করেছে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা।

বিজিবির ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ২,৯৪,০০০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়।

অভিযানের বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ এশিয়ান টিভি অনলাইন কে বলেন, চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,