কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে পটুয়াখালীতে এনসিপির শুভেচ্ছা র্যালি ও লিফলেট বিতরণ
আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- আগামী ১৪ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের পটুয়াখালী আগমনকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত হলো এক বর্ণাঢ্য শুভেচ্ছা র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি।
রবিবার (১২ জুলাই) বিকেল ৬টায় তিতাস মোড় থেকে শুরু হয় র্যালিটি। পরে এটি মহিলা কলেজ সড়ক হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এনসিপির নেতাকর্মীরা সাধারণ জনগণের মাঝে দলের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি পটুয়াখালী জেলা কমিটির সদস্য মো. রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য জুলেয়া হাওলাদার, আলিম, রাশেল গাজী, আফজাল আকনসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় নেতাদের পটুয়াখালী সফরকে ঘিরে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দলের মূলনীতি ও আদর্শ তুলে ধরা হচ্ছে, যাতে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং এনসিপির বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছায়।
তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দেওয়া হবে।





