কেরানীগঞ্জে বিশেষ অভিযান: ১৬৫০ কেজি জাটকা জব্দ
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজায় আজ (০৬ জানুয়ারি ২০২৫) ভোর ৩:৩০ মিনিটে একটি বিশেষ মৎস্য অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। তার সঙ্গে ছিলেন হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম।
অভিযানে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ল- ১৫২০৫৪) তল্লাশি করে ১৬৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। অভিযানে আটক হন দুই ব্যক্তি—(ক) মামুন (পিতা: মোঃ জাহাঙ্গীর, গ্রাম: গজারিয়া, থানা: লালমোহন, জেলা: ভোলা) এবং (খ) জসিম (পিতা: আঃ জব্বার, গ্রাম: চরকেউটা, থানা: বন্দর, জেলা: বরিশাল)। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উদ্ধারকৃত জাটকা মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করার পর, আজ দুপুর ১২টায় ১২টি মাদ্রাসা এবং ৪০ জন দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা জানান, “জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ রক্ষা করা এবং গরীব মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, জাটকা সংরক্ষণ আইন বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।