কোনাবাড়ি মেট্রো থানা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি
গাজীপুর মহানগর আওতাধীন কোনাবাড়ি মেট্রো থানা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় তারা জাতির জন্য আত্মত্যাগ করা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি, গণ অধিকার পরিষদ, গাজীপুর মহানগর।
তিনি ভাষা শহীদদের স্মরণ করে বলেন, “২১শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। ভাষা আন্দোলনের শহীদরা আমাদের অধিকার আদায়ের পথ দেখিয়েছেন। তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা মাতৃভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। এই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
সংগঠনের সভাপতি আব্দুল হাকিম কাওছার ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “বাংলা আমাদের গর্ব, আমাদের অহংকার। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের স্মরণ করা এবং ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে যুব সমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ২১শে ফেব্রুয়ারির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।