রাজনীতি

কোনাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান গ্রেপ্তার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা শাখা এক অভিযান চালিয়ে ছাত্রলীগের কোনাবাড়ী থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগের আতাউর মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহান মহানগরীর আমবাগ এলাকার বাসিন্দা সামসুল হকের ছেলে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।

ওসি নজরুল ইসলাম জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপনে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করা হয়। এছাড়া, তার বিরুদ্ধে নাওজোড় হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

শনিবার দুপুরে গ্রেফতারকৃত সোহানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি।

 

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ