কোনো ফ্যাসিবাদী সরকারই হাজার বছর স্থায়ী হয় না- ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
মোঃ সোহেল রানা :
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, কোনো ফ্যাসিবাদী জুলুমবাজ সরকারই হাজার বছর স্থায়ী হয় না। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ধৈর্য্য ও চেষ্টার মাধ্যমে লেগে থাকতে হবে। তাহলেই জুলুমের বিরুদ্ধে কামিয়াবি হওয়া যাবে। এবং আল্লাহর সহযোগিতা পাওয়া যাবে।
তিনি শনিবার (১১ জানুয়ারী) চাঁদপুরের শাহরাস্তি কালী বাড়ী মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ইসলামের আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি।
জামায়াতে ইসলামী মহিলাদের অধিকার ফিরিয়ে দেবে। কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেবে না। জামায়াত কখনোই হিন্দুদের সম্পত্তি দখল করে না। সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে জামায়াতে ইসলামী। আমরা ক্ষমতায় গেলে ন্যায়বিচারের শাসন নিশ্চিত করবো। ৫৬ বছরে অনেকেই ক্ষমতায় এসেছে, একবার পরীক্ষামূলকভাবে জামায়াতে ইসলামীকে ভোট দিন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমির মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক জেলা আমির মাওলানা আ. রহিম পাটোয়ারী, জেলার নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশিদ ওসমানী, চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান প্রমুখ।