ক্ষেতলালে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার,আটক ২

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন (পশ্চিমপাড়া) গ্রামের রাজমিস্ত্রী এরশাদুলের একমাত্র মেয়ে তাসনিয়া খাতুন (১১) এর মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। আজ রাত ৮ টায় ওই গ্রামের একরামুলের বাড়ির গোয়ালঘর থেকে ওই বস্তাবন্দি অবস্থায় শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনা সুত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয় রাজমিস্ত্রী এরশাদুলের শিশু সন্তান তাসনিয়া খাতুন। এ ঘটনায় ক্ষেতলাল থানায় জিডি করা হয়। খোঁজাখুজির দুইদিন পর আজ শুক্রবার রাতে ওই গ্রামের মান্নানের ছেলে একরামুলের বাড়ির ভিতরে গোয়াল ঘরে বস্তাবন্দি অবস্থায় রাখা শিশুর গলাকাটা মরদেহ খোঁজে পায় গ্রামবাসী। তাকে মেরে বস্তাবন্দি করে রাখা হয়। এরপর ওই বাড়িটি ঘিরে ফেলে গ্রামবাসী। পরে গ্রামবাসী ক্ষেতলাল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ক্ষেতলাল থানা পুলিশ ২ জনকে আটক করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম মুঠোফোনে জানান, শিশুর নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। আজ গ্রামবাসী ওই শিশুর বস্তাবন্দি লাশ দেখতে পায় এবং থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম জানাননি তিনি।
তিনি আরও জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।