সারাদেশ

খুলনায় আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনায় আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৭ সেপ্টেম্বর) আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের উদ্বোধন করেন খুলনা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, আরআইডি-৬৪ এর ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ, ডা. বোরহান উদ্দিন, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আমিন মরিয়ম স্মৃতি পরিষদের পক্ষ থেকে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি (ডিসি) মোঃ মোঃ তৌফিকুর রহমান শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের এ কর্মসূচির সাথে যুক্ত করা হলে তারা পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,