সারাদেশ

খুলনায় ইউসেপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এম জালাল উদ্দীন:খুলনা 

ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে এসএসসি (ভোকেশনাল) ২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ইউসেপ খুলনা অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

ইউসেপ বাংলাদেশের পরিচালক (পিপল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন) এ.এম.এম মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দ, শিক্ষাবিদ সৈয়দ আশরাফ আলী এবং খুলনা জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান।

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসক ইউসেপ অফিস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,