খুলনায় এনইম্যাপ প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা
জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা (NEMAP) প্রণয়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় পর্যায়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ৪র্থ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ সোহরাব আলি। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ আসিফুর রহমান, এবং সহকারী পরিচালক মোঃ হান্নান, যিনি সভায় প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ সাদিকুল ইসলাম।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবান্ধব সংগঠন ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।