খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিন সম্পন্ন

এম জালাল উদ্দীন, খুলনা
খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে (১০ আগস্ট) রবিবার সকাল ৮টা থেকে খুলনা পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনা জেলার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ হেডকোয়ার্টার্সের রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন শাখার পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ মহিদুর রহমান, রেঞ্জ ডিআইজি কার্যালয় খুলনার সহকারী পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার মোঃ রাফিউর রহমান, বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনার ইএমও ডা. সৈয়দ এ. কে. এম. এন. করিম (পুরুষ প্রার্থীদের জন্য) এবং এমও ডা. শারমিন নাহার (নারী প্রার্থীদের জন্য)।
নিয়োগ প্রক্রিয়ায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করেন।