সারাদেশ

খুলনা জেলা প্রশাসকের রূপসার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

এম জালাল উদ্দীন, খুলনা:

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান রূপসা উপজেলা পরিদর্শন করেছেন।দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান রূপসা উপজেলার খুদির বটতলায় “জাতীয় সড়ক নিরাপত্তা দিবস–২০২৫” উপলক্ষে আয়োজিত হেলমেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আয়োজন করে খুলনা সড়ক বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোটরসাইকেল চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং নিরাপদ সড়ক গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে তিনি রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রূপসা উপজেলা কার্যালয় আয়োজিত “কর্মক্ষেত্রে এডভান্স প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালা শেষে তিনি উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া জেলা প্রশাসক মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, যাতে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলে ও খেলাধুলার মাধ্যমে শারীরিক-মানসিক বিকাশে উৎসাহিত হয়।

পরবর্তীতে তিনি রূপসা উপজেলা ভূমি অফিস ও নৈহাটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সেবা কার্যক্রমের মান উন্নয়ন ও জনগণের দ্রুত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,