সারাদেশ

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ও সংস্কারের দাবিতে কর্ণফুলীতে এনসিপির উঠান বৈঠক অনুষ্ঠিত

  1. গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ও সংস্কারের দাবিতে কর্ণফুলীতে এনসিপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  2. কর্ণফুলী প্রতিনিধি
    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্ণফুলি উপজেলা শাখার উদ্যোগে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবিতে জুলধা ইউনিয়নে এক উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
    ১১ অক্টোবর (শনিবার)  সন্ধ্যায় উপজেলার জুলধা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামাল বাপের বাড়ির উঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    এনসিপি কর্ণফুলী উপজেলা কমিটির সদস্য মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় ও যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আবদুল কাদেরের  সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা।
    এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক ইশতিয়াকুল ইসলাম, আবু তালেব আকিব, আরফিন সুমন, এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের দক্ষিণ জেলা সংগঠক রায়হানুল করিম সাজিদ। দক্ষিণ জেলা শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সাল।
    বৈঠকে বক্তারা বলেন, দেশের বিচার ব্যবস্থা সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ নির্বাচন আয়োজন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
     প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক কর্ণফুলি উপজেলা গঠন আমাদের মূল লক্ষ্য। জনগণের অধিকার ও ন্যায়ের ভিত্তিতেই নতুন রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়।
    আতিক উল্লাহ, এনামুল হক মির্জা, মো. এনাম, কাইসারুল হক সাজিদ, হায়দার আলী আব্দুল আওয়াল রানা, জাবেদুল ইসলাম, নওশাদুল ইসলাম, সৈকত সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দরা বৈঠকে উপস্থিত ছিলেন।
    উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগ করা হয় এবং তাঁদের মতামত ও প্রত্যাশা শোনা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,