গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি আহত ১

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এতে মোবাশ্বের হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগ এই হামলার সঙ্গে জড়িত । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত আচমকা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত মোবাশ্বের হোসেনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, হামলার ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।