রাজনীতি

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি আহত ১

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এতে মোবাশ্বের হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগ এই হামলার সঙ্গে জড়িত । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত আচমকা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত মোবাশ্বের হোসেনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, হামলার ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ