গুমানমর্দ্দনে উপতিষ্য মহাম্হবিরের স্মরনানুষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীর গুমানমর্দ্দনে বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় গুরু, বিদর্শন সাধক ভদন্ত উপতিষ্য মহাস্হবিরের স্মরনানুষ্ঠান শুক্রবার( ৭ মার্চ) অনুষ্ঠিত হয়। স্হানীয় নালন্দা সার্বজনীন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, গ্রামবাসী ও গৃহী সংঘ এ উপলক্ষে স্মৃতি চারন সভা, অস্ট উপকরনসহ সংঘদানের আয়োজন করেন। বিহার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী অঞ্চলের আঞ্চলিক সংঘনায়ক ধর্ম সারথি ভদন্ত শাসনানন্দ মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ড,বুদ্ধপাল মহাথেরো, প্রধান আলোচক ছিলেন আঞ্চলিক ভিক্ষু সমিতির সহ- সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, প্রধান জ্ঞাতি ছিলেন রুদ্রপুর ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথের। অনুষ্ঠানের উদ্বোধন করেন গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহারের অধ্যক্ষ ড,দেবপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, লায়ন অনুপম বড়ুয়া, শিক্ষক জটিল বড়ুয়া। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা পরিষদের উপদেষ্টা বাবুল বড়ুয়া।