শিক্ষাঙ্গন

গ্রীন ভয়েস ইবি শাখার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে  পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার দেয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিরুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, গ্রীন ভয়েস ইবি শাখার কার্যনির্বাহীও সহযোগী সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিরুল ইসলাম বলেন, ‘গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে। আমাদের প্রত্যেকের উচিত পরিবেশ সচেতন হওয়া। তোমরা যারা আজকে গ্রীন ভয়েস থেকে এসেছ তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা বলেন,  ‘এই কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের মাঝে গাছ লাগানো ও পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তোলার চেষ্টা করেছি। একটি গাছ শুধু ছায়া দেয় না, দেয় ভবিষ্যতের আশা। আমরা সবুজ বাংলাদেশের স্বপ্ন নিয়েই কাজ করছি। আমরা বিশ্বাস করি—প্রত্যেকটি গাছ মানে একটি প্রাণ, একটি আশা। একটি ছোট্ট চারা আজ যদি সঠিকভাবে পরিচর্যা পায়, আগামী দিনে সে আমাদের পরিবেশের রক্ষাকবচ হয়ে দাঁড়াবে।’

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, ‘আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বনভূমি ধ্বংস আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি হলো ভবিষ্যতের জন্য একটি আশা রোপণ করা। তাই আমরা মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও গাছ উপহার দিয়ে বৃক্ষরোপণে  উদ্বুদ্ধ করছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি এখন থেকেই পরিবেশ সচেতন করা যায় তবে আমরা পরিবেশ দূষণ থেকে অনেকটাই রক্ষা পাব। একটি গাছ কেবল একজন মানুষ নয়, একটি সমাজ, একটি জাতি এবং একটি প্রজন্মের উপকারে আসে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছি — “সবুজ বাঁচলে, বাঁচবে দেশ।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর