চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়দানকারী নারীসহ দুইজন গ্রেফতার,
এপ্রিল ২০, ২০২৫
0
Comments
62 Views
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়দানকারী নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় নৌ-বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিলেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১টার চকরিয়া থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের আনোয়ার শপিং কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্টের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের তারাইল উপজেলা তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মোহাম্মদ মিজান (৩৬) ও পটুয়াখালী সদরের ৬নং ওয়ার্ডের তিতাস সিনেমা মোড়ের ঝাউতলা রোড় এলাকার মৃত নাছির উদ্দিনের মেয়ে মৌসুমী বেগম প্রকাশ মৌ (২৭)। এসময় তাদের কাছ থেকে ১টি কালো রংয়ের এন্টিনা বিহীন মটরোলা ওয়াকিটকি ওয়ারলেস সেট ও পিবিআই এর মনোগ্রাম স্টিকারযুক্ত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় চকরিয়া থানায় সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিব উর রাজা।
এসময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে বিভিন্ন ফঠোগ্রাফির দোকান থেকে ক্যামরা ভাড়া নিতেন। পরে ক্যামরা গুলো বিক্রি করে দিয়ে অন্যত্রে চলে যান।
তিনি আরও বলেন, শুক্রবার রাত ১টার দিকে চকরিয়া পৌরশহরের আনোয়ার শফি কমপ্লেক্সের স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট নামক একটি ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেয়। ওইসময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে দোকানের মালিক পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাদের আটক করে।
ইতিপূর্বে প্রতারণা পূর্বক বিভিন্ন স্থান হতে ক্যামেরা ভাড়া নিয়ে গিয়ে ফেরত না দেওয়ার অভিযোগের সত্যতা স্বীকার করে। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।