সারাদেশ

চতুর্থ শ্রেনীর শিশুকে ধর্ষনের চেষ্টা অভিযুক্ত পলাতক

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছায় ৪র্থ শ্রেনীর এক শিশুকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় তবে আটক করতে পারেনি অভিযুক্ত মিঠু হোসেনকে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
থানা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১ টার দিকে খেলা করতে ওই শিশু নিজ বাড়ি হতে বের হয়। এ সময় প্রতিবেশি সলেমান হোসেনের বকাটে ছেলে মিঠু হোসেন (২৮) শিশুটিকে বলে তোমার দাদি পেয়ারা ক্ষোতের পাশে গাছের পড়ে থাকা পাতা কুড়িয়ে (জমা) করে রেখেছে তোমাকে আনতে বলেছে।

শিশুটি সরল মনে ওই পাতা আনতে রওনা হয়। পিছু নেই বকাটে মিঠু হোসেন। শিশুটি পেয়ারা ক্ষেত পার হতে না হতেই পেয়ারা ও ভুট্টা ক্ষেতের মাঝ বরাবর তাকে ঝাপটে ধরে এবং জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি বকাটে মিঠুর হাতে কামড় দেয়ার পাশাপাশি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন, বকাটে মিঠু এ সময় ভুট্টা ক্ষেতের ভিতরে পালিয়ে যায়।

চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এলাকায় অবস্থান করছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,