চবিতে আজ থেকে ৫ দিনব্যাপী বইমেলা শুরু

নয়ন চৌধুরী:
আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ৫ দিনব্যাপী অমর একুশে বইমেলা। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং চাকসু ভিপি(সাবেক) এস. এম. ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বইমেলায় আসা গল্পগুজব করা এবং বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখাও বইমেলার একটি অংশ। প্রতিবছর বিভিন্ন রকমের বই প্রকাশিত হচ্ছে। আমাদের সম্মানিত শিক্ষক-শিক্ষার্থীরা বই লিখছেন। তবে আমি পর্যবেক্ষণ করে দেখেছি, বইমেলায় মানসম্মত বইয়ের সংখ্যা ক্রমান্নয়ে হ্রাস পাচ্ছে। এটি অত্যন্ত বেদনাদায়ক।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, মহান একুশকে স্মরণে রেখেই জাতীয় পর্যায়ে বইমেলার যাত্রা শুরু হয়। এরপর থেকেই আস্তে আস্তে এটি বিকেন্দ্রীকরণ হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বইমেলা হচ্ছে। বইমেলার মাধ্যমে পাঠকদেরকে ভিতরে আগ্রহ করে তোলা। এর মাধ্যমে চিন্তা ও মননশীলতার বিকাশ ঘটবে।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু বলেন, বই হচ্ছে প্রকৃত বন্ধু। বই থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি এবং শিখতে পারি। এজন্য আমাদেরকে বই পড়তে হবে। বইয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে। বইমেলায় ঘুরতে আসা শিক্ষার্থী সাকিব বলেন, বই মেলায় হরেক রকমের বই দেখতে পাচ্ছি। বই পড়া জ্ঞানের খোরাক মিটায়। উল্লেখ্য, প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এই বইমেলা। মেলায় রয়েছে ৩০টি স্টল। এতে জাতীয়, আঞ্চলিক, সাংস্কৃতিক,শিক্ষামূলক এবং রাজনৈতিক সংগঠনগুলোর প্রকাশনার বই পাওয়া যাচ্ছে।