চবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মুদ্রিত ক্যালেন্ডার উপাচার্যকে হস্তান্তর

নয়ন চৌধুরী: চবিতে আজ (১৫ ডিসেম্বর, ২০২৪) সকাল ১১:০০ টায় উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে নতুন বছরের ক্যালেন্ডার হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার মুদ্রণ কমিটির সদস্যবৃন্দ। এ সময় চবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহবায়ক চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও মুদ্রণ কমিটির সদস্য চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও মুদ্রণ কমিটির সদস্য চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন, চবি প্রেস এর প্রশাসক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, চবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. এম. রেজাউল ইসলাম, চবি প্রেসের টেকনিক্যাল অফিসার জনাব মো. রমিজ উদ্দিন ও কমিটির সদস্য-সচিব চবি প্রেসের সেকশন অফিসার জনাব দেলোয়ার হোছাইন এ সময়ে উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার মুদ্রণ কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার মুদ্রণ করায় কমিটির আহবায়কসহ সকলকে ধন্যবাদ জানান।