চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় আন্ত-স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

আবদুর রহিম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে আন্ত-স্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পুর্ন হয়েছে৷
রবিবার বিকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে এই আন্ত-স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
খেলায় নির্ধারিত সময়ে দুই দুই গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে গোলাফ একাদশ শাপলা একাদশ কে ৩/২ গোলে পরাজিত করে চ্যামম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে৷
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর৷
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো নজরুল ইসলাম এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ৷
এতে আরো উপস্থিত ছিলেন,চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি বিদ্যালয়ের সাবেক ছাত্র তাক্তার এ.এন.এম মনিরুজ্জামান৷ সেক্রেটারি ডাক্তার আ ফ ম আবদুল হক৷
এতে আরো উপস্থিত ছিলেন, উত্তরা হাই স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক বিদ্যালয়ের সাবেক ছাত্র মোঃ আলী ফরহাদ,জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাহাদী,চৌধুরী হাট বি জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক,মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, শাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বিএসসি ও অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন, কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খোকন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷