সারাদেশ

চাঁদপুরের ৫টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

মোঃ রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। পাশাপাশি কিছু আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে। মির্জা ফখরুল নিজেও ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হচ্ছেন।

চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ঘোষিত প্রার্থীরা হলেন

—চাঁদপুর-১ (কচুয়া): আ ন ম এহছানুল হক মিলন

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ): ড. জালাল উদ্দিন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর): শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): লায়ন হারুন অর রশিদ

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): ইঞ্জিনিয়ার মমিনুল হক

এর আগে দুপুর সাড়ে ১২টায় দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়, যা চলে প্রায় পাঁচ ঘণ্টা। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিনসহ দলটির  অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,