চাঁদপুরে কিশোর গ্যাং এর নেতৃত্ব দিতেন মিজান: পুলিশের হাতে আটক

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের শাহরাস্তিতে মো. মিজানুর রহমান (৩৬) নামে এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিজান দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছেন।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে শাহরাস্তি উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (৫ এপ্রিল) সকালে এই বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে শাহরাস্তিতে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।
তিনি আরো জানান, ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলমান রয়েছে।
উল্লখ্য, স্থানীয় সূত্রে জানা যায়, মিজান (৩৬) দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করেছে। তাছাড়াও তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।