সারাদেশ

চাঁদপুরে দুই হোটেলের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:

চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই আবাসিক হোটেল থেকে সালাহউদ্দিন (২৫) নামের এক পরিচ্ছন্ন কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাতে হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাহউদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কাজের সূত্রে তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুরে বসবাস করছিলেন। আগে তিনি শহরের গ্রীন হোটেলে বাবুর্চির কাজ করতেন এবং পাশাপাশি ভাই ভাই আবাসিক হোটেলে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন।

সহকর্মীরা জানান, গত কয়েকদিন ধরে সালাহউদ্দিন অসুস্থ ছিলেন। শুক্রবার তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর রাতে ডিউটিতে না আসায় সহকর্মীরা তার খোঁজ নিতে গেলে কক্ষের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত

চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,