চাঁদপুর ফরিদগঞ্জ সড়কে মোটরসাইকেল আরোহী নিহত।

মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত।
চাঁদপুরে বালুবাহী একটি পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা নামক ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ড ১৬ দানা গ্রাম আজিম ভূঁইয়া বাড়ি বাসিন্দা নিহত নুর ইসলামের এক ছেলে এক মেয়ে । দুর্ঘটনার পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালকসহ পিকআপটি আটক করেছে।
চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া জানান, নিহত নুরুল ইসলাম ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেলে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তিনি চাঁদপুর ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ফরিদগঞ্জমুখী একটি বালুবাহী পিকআপ তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।