সারাদেশ

চিলমারীতে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬শে নভেম্বর) সকাল ১১টার সময় প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সাগরিকা কার্জ্জীর সভাপতিত্বে ও ভেটেরিনারী সার্জন ডাঃ শাহীন আলমের সঞ্চালনায় “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি মনিরুল আলম লিটু, খেলাফত মজলিস বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা ইয়ার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম মিঠু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান মিঞা, উপজেলা সমবায় অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় এক মুরগী খামারি বুলবুলি বেগম বলেন, আমি প্রাণিসম্পদ অফিস থেকে ট্রেইনিং নেওয়ার পরে, মুরগির খামার করার জন্য আমার অনেক আগ্রহ বেড়ে যায়। তখন আমি ২শ মুরগী দিয়ে খামার শুরু করি, এখন আমার খামারে প্রায় ১হাজার মুরগী আছে। এবং ৫০টি মুরগী নিয়মিত ভাবে ডিম দিচ্ছে। এতে আমার সংসারে অনেক স্বচ্ছলতা ফিরে এসেছে বলে জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,