চৌগাছায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীর আঙুল ছিঁড়ে ফেলল এক ব্যক্তি

স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছা উপজেলায় এক নারীর উপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক ব্যক্তি ওই নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেছে। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের তাহাজ্জত হোসেন ওরফে ট্যানা (৫০) নামের এক ব্যক্তি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পাশের এক নারীর ওপর হামলা চালায়। হঠাৎ ক্ষিপ্ত হয়ে ট্যানা ওই নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় নারীটি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় জনতা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ট্যানাকে আটক করেছে।
এদিকে, এই জঘন্য ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, সমাজে এ ধরনের নৃশংসতা প্রতিরোধ করতে হলে কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই।