সারাদেশ

চৌগাছায় দুই হাজার টাকা জরিমানা আদায় ভ্র্যাম্যমান আদালতের

মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় ভ্র্যাম্যমান আদালত দুই ট্রাক চালককে ২ হাজার টাকা জরিমানা করেছেন। নিয়ম ভঙ্গ করে পৌরসভার মেনই বাজারের মধ্য দিয়ে তারা চলাচল করায় জরিমানা করা হয় বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান বলেন, নিয়ম ভঙ্গ করে পৌরসভার মেইন বাজারের ভিতর দিয়ে যাওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ট্রাক চালকদের দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ট্রাক চালকরা হলেন, মাগুরা জেলার রবিউল ইসলাম ও যশোর চাচড়া এলাকার রাসেল হোসেন।
উল্লেখ্য, যানযটে পড়ে প্রায় দিনই সাধারণ মানুষ চরম ভোগান্তি পাচ্ছে, সে কারনে চৌগাছা পৌরসভার মেইন বাজারের মধ্যে দিয়ে সকাল ৮ হতে রাত ৮ পর্যন্ত ভারি যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু অনেক ভারি যানের চালকরা এটি অমান্য করায় মঙ্গলবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,