সারাদেশ

চৌগাছায় শিহাব হত্যাকান্ডে মামলা হয়েছে, আসামী-১ দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার –  চৌগাছা (যশোর)

চৌগাছায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিহতের মামা বাদি হয়ে একজনকে আসামী করে হত্যা মামলাটি করেন। তবে আসামীকে এখনও আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে শিহাবের মরাদেহ গ্রামের বাড়ি শাহাজাদপুরে পৌছলে সেখানে এক হৃদয় বিদারক অবস্থায় সৃষ্টি হয়। বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, নির্মম হত্যার শিকার শিহাব উদ্দিনের মামা চান্দু বাদি হয়ে ঘটনার দিন সোমবার সন্ধ্যায় একজনকে আসামী করে হত্যা মামলাটি করেন। মামলার আসামী হলেন নিহত শিহাব উদ্দিনের বড় ভাই সুমন হোসেন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম বলেন ঘটনার পর থেকেই পুলিশ আসামীকে আটকের চেষ্টা অব্যহত রেখেছে। আমরা সম্ভব্য সব জায়গায় গেছি এবং তার ব্যাপারে তথ্য নিয়ে কাজ করে যাচ্ছি আশাবাদি দ্রুতই আসামিকে আটক করে আইনে সোপর্দ করতে পারবো।
প্রসঙ্গত, সোমবার দুপুরে উপজেলার শাহাজাদপুর গ্রামে বড় ভাই সুমন হোসেনের সাথে ছোট ভাই শিহাব উদ্দিন বাইসাইকেল নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয় ছোট ভাই শিহাব উদ্দিন (২১)।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,