চৌগাছা হাকিমপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছার ৮নং হাকিমপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, যশোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান প্রমুখ।
এ সময় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবু, আবুজার হোসেন, জাহাঙ্গীর আলম,তুষার হোসেন, তরিকুল ইসলাম, বাবুল হোসেন, সাইফুল ইসলাম, আছেরউদ্দিন,নসির উদ্দিন,বিল্লাল হোসেন, উপজেলা মহিলাদল নেত্রী আলেয়া বেগম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, কৃষকদলের উপজেলা শাখার সভাপতি আজগার আলী, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু বকর, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হোসেন রকি প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপজেলা বিএনপি ও তারসহযোগী সংগঠন এবং সংশ্লিষ্ঠ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মীসভা হলেও সময়ের সাথে সাথে সেখানে দলীয় নেতাকর্মীর উপস্থিতি এতোটাই বেশি হয়ে যায় যে, এক সময়ে কর্মীসভা জনসভাতে রুপ নেয়। ইউনিয়ন পরিষদের মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী সকল ওলি গলিতে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে একাকর হয়ে যায়। কর্মীসভায় ইউনিয়নের বিপুল সংখ্যক নারী বিএনপির কর্মীদের উপস্থিতি সকলের দৃষ্টিকাড়ে।