সারাদেশ

ছাগলনাইয়া তারেক মেমোরিয়াল হাসপাতালের সামনে খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার তারেক মেমোরিয়াল হাসপাতালে পাশের খালে রেজিয়া খাতুন (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে শুক্রবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি নিখোঁজ হন।ফেনী জেলা পিবিআই টিম ও ছাগলনাইয়া থানার পুলিশ যৌথভাবে ওই লাশ উদ্ধার করেছে।রোববার(১২ জানুয়ারি)সন্ধ্যায় স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।রেজিয়া ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ মটুয়া গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী।স্বজনদের বরাত দিয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.নজরুল ইসলাম বলেন,রেজিয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিল।২৭ ডিসেম্বর শুক্রবার ভোর রাত সাড়ে ৪ টায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি।৩০ ডিসেম্বর তাঁর মেয়ে রাসেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।ওসি আরও বলেন,কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি।মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং