ছাতকে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে কালারুকা বাজারে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০নভেম্বর) বিকাল ৪ টায় কালারুকা বাজার উন্নয়ন কমিটির কার্যালয়ের সামনে কালারুকা বাজার উন্নয়ন কমিটি উপদেষ্টা নজমুল হোসেন’র সভাপতিত্বে ও কালারুকা বাজার উন্নয়ন কমিটি সেক্রেটারী আফতাব আলীর পরিচালনায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার সেক্রেটারী হাফিজ মাওলানা জাকির হোসাইন, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, কালারুকা বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি ৪নং ওয়ার্ডের সদস্য আবু সাদাত মোঃ দুলাল, কালারুকা উন্নয়ন কমিটির সহ-সেক্রেটারি ফারুক আহমদ। সভায় সাংবাদিক পাপলু মিয়া, কালারুকা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রুবেল মাসুদ, রইস উদ্দিন রানাসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


