সারাদেশ

ছাতকে জনবান্ধব ওসি শফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান এর কোম্পানিগঞ্জ থানায় বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোঃ মুরসালিন এর সভাপতিত্বে ও ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত রঞ্জন কুমার ঘোষের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা জামিল আহমেদ, গীতা পাঠ করেস পুলিশ সদস্য রতন দোষাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনস্টেবল হাবিবুর রহমান, হাফিজুর রহমান, এএসআই শহিদুল ইসলাম, এএসআই সাইফুর রহমান, এসআই সিকান্দর আলী, মো. শরিফুল ইসলাম, মো. রাহিম মিয়া, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী এবং নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হো‌সেন। উপস্থিত ছিলেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লতিফুর রহমান, ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ সাদেক, এসআই গাজী মোয়াজ্জেম হোসেন, এসআই মোফাখখারুল ইসলাম, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই রেজাউল করিম, এসআই রোমেন মিয়া, এসআই সঞ্জয় কুমার দত্ত, এসআই মনিরুজ্জামান সজল, এসআই তুষার কান্তি আচার্য, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই মোঃ শাহাবুদ্দিন, এএসআই নাসির উদ্দিন, এএসআই মোঃ মহি উদ্দিন, এএসআই মোঃ মাসুদ মিয়া, এএসআই মোঃ শওকত আলী, এএসআই আরিফুজ্জামান, এএসআই মোঃ ত্বোহা, এএসআই ফিরোজ হাসান, এএসআই বিশ্বজিৎ চন্দ্র ঘোষ। অতিথিরা বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খানের স্বল্প সময়ে করা উন্নয়ন, পেশাদার আচরণ এবং কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ওসি শফিকুল ইসলাম খান জনবান্ধব পুলিশিংয়ের এক উজ্জ্বল উদাহরণ। মাত্র তিন মাসে তিনি থানা প্রশাসনে যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছেন, তা সবার কাছেপ্রশংসিত। বক্তারা বক্তব্যে বলেন, ছাতক থানায় দায়িত্ব নিয়েই ওসি শফিকুল ইসলাম খান থানায় দৃশ্যমান পরিবর্তন আনেন। থানার মসজিদের উন্নয়ন, অভ্যন্তরীণ পরিবেশ সংস্কার, সবার প্রতি সম্মানজনক ব্যবহার এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে তিনি খুব অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করেন। ওসির সততা, দায়িত্ববোধ ও স্বচ্ছ কর্মপদ্ধতির প্রশংসা করেন। এবং বলেন, তার নেতৃত্বে ছাতক থানা আরও সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ হয়ে ওঠে। আর সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, নারী–শিশুসহ সকল শ্রেণির মানুষের প্রতি সম্মান, অপরাধ দমনে জিরো টলারেন্স এবং সার্বিক সেবার মানোন্নয়ন—সব মিলিয়ে ওসি শফিকুল ইসলাম খান ছাতক থানায় রেখে যাচ্ছেন কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিদায়ী বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খান ছাতকের মানুষের ভালোবাসা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং থানার স্মরণীয় কাজগুলো তুলে ধরেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “ছাতকের মানুষের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। এখানে অর্জিত ভালোবাসা আমাকে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি মোঃ শামসুদ্দিন আহমদ, হাজী জুনেদ আহমদ ও স্হানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,