সারাদেশ

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম। উপজেলা প্রকৌশলী র‌ফিকুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আস‌নের সাংসদ প্রাথী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, সদস্য আব্দুর রহমান, পৌর বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর জামায়াতে ইসলামীর আমীর ইন্জিনিয়ার নোমান আহমদ, সাংবাদিক সৈয়দ হারুন অর রশীদ, আনোয়ার হোসেন রনি, আব্দুল আলিম, সাকির আমিন, তানভীর আহমদ জাকির, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা নেতা মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল কাদির, ছাতক নৌ পুলিশের এসআই অপু, পৌর সভার কর আদায় কারি জামাল উদ্দিন, এনসিপি নেতা এহসানুল মাহবুব জুবায়ের, সাদেক আহমেদ। সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা ব‌লেন, জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং এর পটভূমি তুলে ধরা হয়। এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়। ছাত্র জনতার বিজয় ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আগামী প্রজন্মকে গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভা শেষে শহীদদের স্মরণে ও দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,