ছাতকে থানা পুলিশের সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি: ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান এর নেতৃত্বে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কীকরণ ও সচেতনতামূলক মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে বৃহত্তর ছাতক উপজেলার জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা কামনা করেন।
ছাতকবাসীর উদ্দেশে ওসি শফিকুল ইসলাম খান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যদি কেউ অন্যায় কাজে জড়িত হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আর কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি পুলিশের পক্ষ থেকে জনসাধারণের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহবান করেন।
ওসি শফিকুল ইসলাম খান ও ইন্সপেক্টর তদন্ত রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে ছাতক থানার পুলিশ সদস্যবৃন্দ ছাতক থেকে ট্রাফিক পয়েন্ট হয়ে, পশ্চিম বাজার ও বাগবাড়ী এলাকা ঘুরে উপজেলা রোড হয়ে কোর্ট রোড হয়ে আবারো ট্রাফিক পয়েন্টে এসে রাস্তায় বসে থাকা কাঁচাবাজার ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে সচেতন করা হয়। পরে গোবিন্দগঞ্জের প্রধান সড়কে মোটরসাইকেল র্যালির মাধ্যমে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় আহ্বান জানান। পরে রাস্তায় বসে থাকা কাঁচাবাজারের ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে সচেতন করা হয়। পাশাপাশি র্যালিতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।