সারাদেশ

ছাতকে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি: ছাতক নতুন বাজার ধারন এর ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বুধবার বিকেল ৫টায় ধারন বাজার শাপলা হলে অনুষ্ঠিত হয়েছে। নতুন বাজার ধারন এর ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব হিরন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আসকির আলীর পরিচালনায় বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত কামাল হোসেন, উত্তর খুরমা ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য রশিক আলী সাগর, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী।, বিএনপি নেতা আব্দুল হাই লিপু।

সমাবেশে বক্তারা বিট পুলিশিং গুরুত্ব তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন। ব্যবসায়ীরা ধারন বাজার ও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। ছাতক উপজেলাকে পুলিশের পাশে থেকে মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত ছাতক উপজেলা গড়ে তুলার প্রত্যয় করে এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ থাকবেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শফিকুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগীতা চাই। ইনসাফ ভিত্তিক ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে পুলিশ কাজ করবে। মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের জন্য থানা পুলিশ ২৪ ঘন্টা কাজ করছে, এই দেশে আর জুলুমবাজদের ঠাঁই নাই, যারা জনগনের পক্ষে কাজ করবে এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে থানা পুলিশ তাদের সঠিক মূল্যায়ন করবে।

বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ধারন বাজার ব্যবসায়ী কমিটির সদস্য, এলাকার বিশিষ্ট মুরব্বিগন, সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,