সারাদেশ

ছাতক চরমহল্লায় ফসল রক্ষা বাঁধে অনিয়ম 

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ছাতকের চরমহল্লা ইউপির কামরাঙ্গীঁ গ্রামে ডুবন্ত বাঁধ নির্মাণ কাজে  অনিয়মের অভিযোগ করা হয়েছে।
গত রোববার বিকালে কামরাঙ্গীঁ গ্রামের কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের পিআইসি প্রকল্প উপজেলার চরমহল্লা ইউপির ডেকার হাওর কামরাঙ্গীঁ (কামরাঙ্গীঁ-১) গ্রামের ডুবন্ত বাধঁ নির্মাণের কাজে পর্যাপ্ত পরিমাণ মাটি ভরাট করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়। কৃষকেরা বলেন, সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে মোটেই মাটি দেওয়া হয় নাই ও সড়কে অল্প অল্প মাটি দিয়ে শুধু গর্তগুলো ভরাট করছেন প্রকল্প কমিটি সভাপতি একলাছ মিয়া ও সদস্য সচিব জমির আলী। যে জায়গাগুলোতে মাটি দেওয়া হয়েছে বৃষ্টি দেওয়ার সাথে সাথেই মাটি গুলো গলে যাবে।
জানা যায়, সুনামগঞ্জের ডেকার হাওরের ফসল রক্ষার একমাত্র ঝুঁকিপুর্ণ বাঁধ কামরাঙ্গীঁ গ্রামের সড়ক। অত্র সড়কের কাজ নিয়ে গ্রামে মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সড়কটি ভেঙ্গে গেলে কয়েকটি হাওরের ভয়াবহ ক্ষতি ভয়ে আনবে বলে জানান কৃষকেরা।
স্থানীরা জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরে পিআইসি বাঁধ নির্মাণের মাটি কাটা স্থগিত রেখে কমিটির সদস্য জমির আলীর বাড়ির রাস্তায় মাটি ভরাট করা হয়। পিআইসি কমিটির সভাপতি একলাছ মিয়া ও সদস্য সচিব জমির আলী উভয়ে পিআইসির মাটি দিয়ে তাদের বাড়ির রাস্তা ভরাট করেন তারা।
জানা যায়, জমির আলী ও একলাছ মিয়া আওয়ামিলীগ কর্মী। গ্রামবাসী বলেন আওয়ামিলীগ থাকাকালীন অবস্থায় গত বছরের পিআইসি প্রকল্পের মাটি কাটায় দূর্নীতি করেছে আওয়ামিলীগ পরিচয়ে জমির ও একলাছ। তখনকার আওয়ামিলীগের পরিচয়ে এখন পর্যন্ত মাটি কাটা বিষয়ে কামরাঙ্গীঁ পঞ্চায়েত কে তোয়াক্কা করে চলছে বলে তাদের বিরোধে এমন অভিযোগ উঠেছে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং