ছেঁড়া হলো জামায়াত মনোনীত প্রার্থীর ব্যানার, জনমনে নানা প্রশ্ন
মোঃ মনিরুজ্জামান অনিক বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আমজানখোর ইউনিয়নে রাতের আঁধারে জামায়াত মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এলাকাবাসী ব্যানার ছেঁড়া অবস্থায় দেখতে পায়। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এক জায়গায় জামায়াত ও বিএনপির দুটি ব্যনার। কিন্তু ছেড়াঁ হয়েছে জামায়াতের।ছোট বাচ্চারা ছিড়লে দুটো একসাথে ছিড়ব বলে মনে করছেন অনেকে।তাই জনমনে জেগেছে নানা প্রশ্ন।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন হরিণমারি বাজারে গতরাতে কে বা কাহারা ব্যানারে থাকা জাময়াত প্রার্থীর মুখের ছবি কেটে বিকৃত করেছে।
স্থানীয় একাধিক সচেতন নাগরিক জানান“এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি নষ্ট করে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।”
আমজানখোর ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ আইযুব আলী এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং বলেন,আমাদের ব্যানারের পাশে ধানের শীষ ব্যানার আছে সে ব্যানারে কিছু হলো না, আর আমাদের জননেতা মাওলানা আব্দুল হাকিম এর ব্যানারের অবস্থা নাজেহাল করে দিয়েছে। তিনি দুর্বৃত্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ঠাকুরগাঁও দুই আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী জনাব মাওলানা আব্দুল হাকিম বলেছেন, আমরা শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণায় বিশ্বাস করি।পোস্টার ছেঁড়ার মতো নোংরা রাজনীতি ঠাকুরগাঁও দুই আসনের মানুষ সমর্থন করে না।তারা জবাব দিবে ব্যালটে।তিনি আরও বলেন,ইনশাআল্লাহ”আমরা শান্তির পথে থেকে জনগণের ভালোবাসায় জয়ী হবো”।


