রাজনীতি

জয়পুরহাট-১ আসনে পরিবর্তনের ডাক: দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ১০ দলীয় জোটের মিছিল

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১০ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার আগে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন—
এনসিপি জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস,
জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া,
সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন,
জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন,
জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “৫ আগস্ট দেশ থেকে স্বৈরাচার দূর হয়েছে, কিন্তু এখনো দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস পুরোপুরি দূর হয়নি। বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতেই ১০ দলীয় জোট গঠিত হয়েছে।”

তারা আরও বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। জনগণের ঐক্যবদ্ধ সমর্থনে এই জোট বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা যুব শক্তির সহ-সভাপতি বিপ্লব হোসেনসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ