জাতীয়

জলবায়ু সহনশীল ফসল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিতে দুদিনের প্রশিক্ষণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

বরগুনার পাথরঘাটা উপজেলায় জলবায়ু সহনশীল ফসল উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি এনগেজ প্রকল্পের আওতায় ২২ ও ২৩ অক্টোবর পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপকূলীয় এলাকার ২০ জন কৃষক, যাদের মধ্যে ১০ জন নারী ও ১০ জন পুরুষ।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে টেকসই কৃষি চর্চার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি পাথরঘাটা উপজেলার এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অভিজিৎ মজুমদার । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিলুল হাসান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.হিমেল আল ইসলাম।

দুই দিনের এ কর্মশালায় অংশগ্রহণকারীরা কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই কৃষি ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল ফসল উৎপাদন ও জৈব কৃষির বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। প্রশিক্ষণটি কৃষকদের জ্ঞানের পরিধি বাড়িয়ে তাদের বাস্তব চাষাবাদে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে কৃষি বিষয়ক ধারণা প্রদানের জন্য কৃষি লার্নিং সেন্টার পরিদর্শন করানো হয়। পরে প্রদর্শনীর জন্য প্রশিক্ষণার্থীদের বীজ প্রদান করা হয়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ