জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা

ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ৩য় বারের মত আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী জামাই মেলা। মাদাগঞ্জের যমুনা নদীর তীরবর্তী চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুরে বসেছে ৭দিন ব্যাপী গ্রামীণ এই ঐতিহ্যবাহী জামাই মেলা ।
মেলা কে ঘিরে মাদারগঞ্জের আশ পাশের বেশ কয়েকটি ইউনিয়নে চলছে উৎসবের আমেজ । মেলায় ৫ থেকে ২০/২৫ কেজি ওজনের বিভিন্ন সাইজের বড়,বড় মাছ উঠেছে। ঝুড়ি জিলাপী, মিষ্টি মিঠাই ,আসবাবপত্র কৃষিপন্য, কসমেটিক পন্য আর বাচ্চাদের খেলনার সারি সারি দোকান গুনে শেষ করা যাবে না । এতো মানুষের ভীড়ে মুখরিত মেলার চারপাশ ।
মেলার আনন্দ উল্লাস আরও বাড়িয়ে দেয় এলাকার শ্বশুর শ্বাশুড়ী মেয়ে ও জামাইকে দাওয়াত করে বাড়ীতে নিয়ে আসার রীতি। জামাইয়ের হাতে দিচ্ছেন সালামীর টাকা । সেই টাকা দিয়ে জামাই’রা মেলায় গিয়ে মাছ ,মাংস মিষ্টি সহ বিভিন্ন জিনিস পত্র কিনে নিয়ে যাচ্ছে শ্বশুড় বাড়ীতে আবার কেউ কেউ স্ব-পরিবারে মেলায় ঘুরে,ঘুরে উপভোগ করা সহ খাওয়া দাওয়া করছেন । অন্যদিকে শিশুদের বিনোদনের জন্য নাগর দোলা,চড়কি ও রেলগাড়ীর ব্যবস্থা করেছে আয়োজক কমিটি ।
জামাই মেলার বিশেষ একটি আকর্ষণ হচ্ছে বড় বড় সাইজের মাছ। মাছ ব্যবসায়ীরা প্রতি বছর পৌষ মাসে এই মেলার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন । মেলায় ৫থেকে ২০ কেজি ওজনের মাছ বিক্রি হয় । এছাড়াও সমুদ্রের মাছও বিক্রি করেন তারা । মাছ ব্যবসায়ীরা জানান, এক একেক জন মাছ ব্যবসায়ী ৫ থেকে ১০লাখ টাকা পর্যন্ত তারা মাছ বিক্রি করে থাকেন মেলায়। বেশ লাভ হয় তাদের ।
জামাই মেলার আনন্দ উৎসব কে নিরবিচ্ছন্ন করতে ৭দিন ব্যাপী মেলা কে ঘিরে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় ৩শ স্টল তাদের পন্য নিয়ে বসেছে।
এ বছর জামাই মেলা উদযাপন কমিটির সভাপতির দায়িত্বে আছেন খালেদ মাসুদ তালুকদার সোহেল ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব আছেন চৌধুরী শফিউল আজম রাসেল।
আয়োজকরা বলছে এই মেলার ধারাবাহিকতা আগামীতেও থাকবে।আগামী ৭দিনে ব্যবসায়ীরা তাদের প্রত্যাশা মতো পণ্য কেনা বেচা করতে পারবে।
গত মঙ্গলবার মেলাটির উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.আশরাফুর রহমান।
এদিকে মেলায় ঘুরতে এসে দর্শনার্থীরা বলছেন, ঐতিহ্যবাহী এই মেলা গ্রামীন সংস্কৃতির অংশ।মেলায় বিভিন্ন ধরনের খাবার ও জিনিস পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ গ্রামীন পরিবেশে এই মেলা হওয়ায় দূর দূরান্ত থেকে অনেকে আসছে এবং উপভোগ করছে।।