সারাদেশ

জামালপুরে অনির্দিষ্টকালের জন্য বাস-সিএনজি চলাচল বন্ধ

প্রতিনিধি
জামালপুর

জামালপুরে বাস সার্ভিস সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে একই স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাস-সিএনজি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতা-কর্মীরা।


আজ(সোমবার) বেলা ১২টা থেকে টাঙ্গাইল বাসস্ট্যান্ড মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ পালন করা হয়। এসময় শিক্ষার্থী ও শ্রমিকদের পাল্টাপাল্টি অবরোধে তিন ঘণ্টার বেশি সময় অবরোধ থাকায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভ গণমাধ্যমকে বলেন‘জামালপুরে রাজিব বাসের কারণে প্রাণ হারাচ্ছে অনেকে। তাই রাজিব বাস বন্ধের দাবি জানাতে আমরা আন্দোলনে নেমেছি। এছাড়াও পুরো জেলায় বাস সার্ভিস সংস্কারের জন্য এই আন্দোলন। কিন্তু এসময় বাস শ্রমিকরা আমাদের ওপর চড়াও হয়। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি সব বাস চললেও রাজিব বাস চলতে দেওয়া হবে না। এর ব্যত্যয় ঘটলে আরও বড় আন্দোলনে যেতে পারি।

এই প্রসঙ্গে,জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘আলোচনার জন্য ডাকা হলে উল্টো মারমুখী অবস্থানে যায় ছাত্ররা। এতে আহত হয় এক শ্রমিক। তাই নিরাপত্তার স্বার্থে সারা জেলার সকল বাস-মিনিবাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘বেলা ৩টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এছাড়াও বাস চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,