জামালপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র -জনতার বিরোচিত বিজয়ের ১ম বর্ষপূর্তিতে আলোচনা সভা ও বিজয় র্যালি
ফারিয়াজ ফাহিম
জামালপুর
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়। ইতিহাসের এই দিনটিকে বাংদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ৫ আগষ্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষনা করে।
দিবসটি উপলক্ষে গতকাল(বৃহস্পতিবার) জামালপুরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠান হয়েছে।
বিকালে শহরের ফৌজদারি মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা যুবদলের সদস্য-সচিব সোহেল রানা খান এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থান দিবসে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
পরে ফৌজদারি মোড় থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের বুড়ি দোকান মোড়ে গিয়ে শেষ হয়।।