Uncategorized সারাদেশ

জামালপুরে কৃষি প্রণোদনা পাবে ২৩’শ প্রান্তিক কৃষক


প্রতিনিধি
জামালপুর।

জামালপুর সদর উপজেলার ৭ ইউনিয়নের ২৩’শ প্রান্তিক কৃষক পাবে সরকারি কৃষি প্রণোদনা।

এ উপলক্ষে( মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে জামালপুর সদর উপজেলা কৃষি অফিস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার মো.এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন,জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জিন্নাত শহীদ পিংকি।সভায় বিশষ অতিথি ছিলেন,সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.শাহাদৎ হোসেন।এ ছাড়া সদর উপজেলার দুই ইউনিয়নে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা মো.এমদাদুল হক বলেন,আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুনর্বান কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি শস্যের এই প্রণেদনা বিতরণের মধ্য দিয়ে অনেকটই সহায়ক হবে বলে জানান তিনি।পরে উপজেলার দুই ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সবজি ও সরিষা বীজ বিতরণ করা হয়।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
Uncategorized

Sony Laptops Are Still Part Of The Sony Family

Grursus mal suada faci lisis Lorem ipsum dolarorit ametion consectetur elit. a Vesti at bulum nec odio aea the dumm