সারাদেশ

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই স্লোগানের আলোকে আজ ১২ ই আগস্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো: ওয়ারেস আলী মামুন, জামালপুর জেলা প্রেসক্লাব এর সভাপতি ফজলে এলাহী মাকাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম খান, সহকারী পরিচালক মো: মকবুল হোসেন, দোস্ত এইড বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, এসপিকে এর নির্বাহী পরিচালক মো: এনামুল হক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী মো: মেহেরুল হাসান, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলার শাখার কোষাধক্ষ্য মো: বিলাত আলী, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আল বিল্লাল খান, মানবাধিকার কর্মী এস এম জুয়েল রানা, গোলাম মোস্তফা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল যুব সংগঠনের সদস্যবৃন্দ, আত্নকর্মী, যুবউদ্যোক্তাসহ জেলার গণমাধ্যম কর্মীগন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,