সারাদেশ

জামালপুরে জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত সচেতনততামূলক আলোচনা সভা

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরে জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত সচেতনততামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ(রবিবার) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ,ইভটিজিং, ধর্ষণ,আপহরণ,বডি শেমিং,সাইবার বুলিং,মাদক,বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে সচেতনতামূলক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো: মাসুদ আনোয়ার(প্রশাসন ও অর্থ),জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ
আবু ফয়সাল আতিক,সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সেক্রেটারি মোঃরেজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে উপস্থিত কলেজ শিক্ষার্থীদের সামনে কলেজ শিক্ষার্থীদের সামনে মাদক প্রতিরোধে,ইভটিজিং প্রতিরোধে পুলিশের গৃহীত পদক্ষেপ, সাইবার বুলিং সহ বিভিন্ন সচেতনতামুলক বিষয়ের উপর উপস্থাপন করা হয়।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,