জামালপুরে জেলা যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান এর নেতৃত্বে মোটর সাইকেলে গনসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার ) বিকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে আছে। সেই আদর্শের কারণেই মানুষ ধানের শীষে ভোট দেবে—গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য।”
তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে-ঘাটে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে।
এ সময় তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের সমর্থন কামনা করা হয়।।





