সারাদেশ

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

  1. প্রতিনিধি
    জামালপুর

    জামালপুরের শহরে ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

    আজ(শনিবার) ভোর ৬ টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছনকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে নিহতরা জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম।

    গণমাধ্যমকে পুলিশ জানায়, জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিস্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার (লং ভিয়ে ক্যাল) একটি ট্রাক সরাসরি দাড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। ঘটনাস্থলে মারা যান ট্রাকচালক জুয়েল। তিনজন আহত হয়।

    দুর্ঘটনার পরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়কে দাড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে একটি মোটর সাইকেল সরাসরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করেছে পুলিশ।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,